স্টাফ রিপোর্টার, পানিসাগর, ৮ মে।। কোভিড- ১৯ স্বাস্থ্যবিধি মেনে সরকারের কাজকর্ম স্বাভাবিক রাখতে হবে। যাতে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে না হয়। কোভিড পরিস্থিতির মধ্যেও মানুষের জীবনযাত্রা যাতে স্বাভাবিক থাকে সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
আজ পানিসাগর নগর পঞ্চায়েতের নবনির্মিত ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। নবনির্মিত ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবিলায় সকলকে এক হয়ে কাজ করতে হবে।
বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে দেশের প্রতিটি প্রান্তে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা সহ কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনও ধরণের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হতেও মুখ্যমন্ত্রী আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, নগর পঞ্চায়েত এমন একটি স্বশাসিত সংস্থা যার মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা নগর এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এতে এলাকার মানুষ উপকৃত হন।
https://www.facebook.com/bjpbiplab/videos/540630904038704/
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধ সেন, বিধায়ক বিনয়ভূষণ দাস, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, রাজ্য সরকারের প্রধান সচিব জে কে সিনহা, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা রত্নজিৎ দেববর্মা, জেলাশাসক নাগেশ কুমার বি প্রমুখ। উল্লেখ্য, পানিসাগর নগর পঞ্চায়েতের নবনির্মিত ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ২৯ লক্ষ ৮২ হাজার টাকা৷