স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৮ মে।। শনিবার বিশ্ব রেডক্রস দিবস। গোমতী জেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বর্তমান সংকটজনক পরিস্থিতির সোসাইটির দায়িত্ব আরো বেড়ে গেছে বলে কর্মকর্তারা অভিমত ব্যক্ত করেছেন।৮ই মে বিশ্ব রেডক্রস দিবস।
এ উপলক্ষে শনিবার ভারতীয় রেডক্রস সোসাইটি গোমতী জেলা শাখার পক্ষ থেকে রেডক্রস সোসাইটির অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন রেডক্রস জেলা শাখার সভাপতি তথা গোমতী জেলার জেলাশাসক ডঃ টি. কে. দেবনাথ।
এরপর রেডক্রসের প্রতিস্ঠাতা স্যার হেনরি ডোনাল্ডের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পরে স্বাগত ভাষন রাখেন রেড ক্রস সোসাইটির গোমতী জেলা শাখার চেয়ারম্যান মাখন লাল আচার্য্য ও গোমতী জেলাশাসক ডঃ টি কে দেবনাথ। ভাষণে তারা রেডক্রসের বিভিন্ন কাজকর্ম সমন্ধে আলোচনা করেন। তারা বলেন রেড ক্রস সোসাইটি সামাজিক দায়বদ্ধতা হয়েছে।
সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সকল স্বেচ্ছাসেবকদের কাজ করতে হবে।রাজ্যের অন্যান্য স্থানেও শনিবার রেডক্রস সোসাইটির প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।