স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ৭ মে।। ভারতীয় মজদুর সংঘের ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে ধর্মনগরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ করোনা আচরণবিধি মান্য করে মজদুর সংঘের অফিস থেকে মিছিল করে বিএমএস কর্মী সমর্থকরা৷ ধর্মনগর টাউন মাঠ সংলগ্ণ এলাকায় কর্মীসমর্থকরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন৷
ভারতীয় মজদুর সংঘের ধর্মনগর বিভাগীয় কমিটির নেতৃত্বরা জানান পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর সন্ত্রাসে আমাদের কয়েক হাজার বিজেপি কর্মীদের বাড়ি ছাড়া করেছে৷ আমাদের কর্মীদের হত্যা করছে৷ মহিলাদের নির্যাতন করছে৷ কর্মীসমর্থকদের বাড়িঘর ভাঙচুর করছে৷ এরফলে আমাদের কয়েক হাজার বিজেপি কর্মীসমর্থকরা প্রাণ সংশয়ে অসমে এসে আশ্রয় নিয়েছে৷
অসম সরকার তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে৷ এর প্রতিবাদে আজ ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়৷ দায়ি করা হয় মমতা ব্যানার্জী’র সরকার যদি পশ্চিমবঙ্গে শান্তি ভঙ্গকারী সন্ত্রাসবাদী তৃণমূল কর্মীদের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বিজেপি কর্মীসমর্থকরা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানানো হয়৷