স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ মে।। ত্রিপুরা সরকারের বন দপ্তর গাছপালা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ানোর লক্ষ্যে নতুন একটি পার্ক নির্মাণ করেছে। যার নাম দেওয়া হয়েছে “অক্সিজেন পার্ক”। পার্কের প্রবেশদ্বারে সবুজ রং এর ফুসফুস রয়েছে। যা দেখলে পর্যটকেরা অনুভব করতে পারবেন এই নামের যথার্থতা।
আগরতলা শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে শালবাগানে গড়ে তোলা হয়েছে অক্সিজেন পার্কটি। ঘন সবুজ এলাকায় এই পার্কটি গড়ে তোলা হয়েছে প্রায় ঊনত্রিশ দশমিক সাত হেক্টর জায়গা জুড়ে। এখনো এই পার্কটি উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। এই পার্কে রয়েছে সুউচ্চ শাল গাছ।
রয়েছে নানা ধরনের অর্কিড ও লতাগুল্ম। প্রচুর পরিমাণে ঔষধি গাছ। প্রত্যেকটা গাছে কিউআর কোড লাগানো। এখানে শিশুদের খেলার ভালো ব্যবস্থা আছে। যোগাসনের ভালো একটি জায়গা আছে। হাঁটার জন্য রয়েছে ওয়াকিং ট্র্যাক।
এই পার্কটি মূলত গড়ে তোলা হয়েছে বন দপ্তরের যেসকল কর্মীরা দায়িত্ব পালন করতে গিয়ে প্রয়াত হয়েছেন তাঁদের স্মৃতিতে।