অনলাইন ডেস্ক, ৮ মে।। বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে লরিয়েস পুরস্কার জিতেছেন রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকা এ নিয়ে দ্বিতীয়বার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন। লরিয়েস পুরস্কার জেতার পাশাপাশি বড় এক প্রশংসাও জুটেছে নাদালের। আর সেই প্রশংসাকারীর নাম লিওনেল মেসি।
বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড অবশ্য সব সময় নাদালের গুণমুগ্ধ। প্রিয় টেনিস তারকাকে দেখেন সম্মানের চোখে। নাদালের প্রশংসা করে মেসি বলেন, ‘পুরস্কার প্রাপ্তির চেয়েও আপনি বড় কিছু। আপনি সবার জন্য এক উদাহরণ। আমি আপনার বড় উপাসক। ’
লুইস হ্যামিল্টন, আর্মান্দ ডুপ্লান্টিস, লেব্রন জেমস, জশুয়া শেপতেগি ও রবার্ট লেভানডভস্কিকে হারিয়ে ২০২০ সালের লরিয়েস পুরস্কার জেতেন নাদাল। ২০১১ সালে প্রথমবার এই পুরস্কার জেতেন তিনি।