১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতালিয়ান সিরি’আ জিতে নিয়েছে ইন্টার মিলান

অনলাইন ডেস্ক, ৮ মে।। ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতালিয়ান সিরি’আ জিতে নিয়েছে ইন্টার মিলান। নেরাজ্জুরিদের শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোমেলু লুকাকু।ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সান সিরোতে এসে নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন বেলজিয়ান ফরোয়ার্ড। আর এখন তো তিনি মিলানবাসী প্রিয় তারকাও। ছোটবেলায় লুকাকুও পুরোদস্তুর ইতালিয়ান হওয়ার চিন্তাভাবনা করেছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন ইতালিয়ান ভাষা শেখার। ছোটবেলা থেকেই ইন্টারে খেলার স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছেন তিনি।

বেলজিয়ান ফরোয়ার্ডের আইডল ছিলেন ইন্টারের সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার আদ্রিয়ানো। ফুটবলে যখন প্রথম পা’টি রাখেন তখন থেকেই আদ্রিয়ানোকে আইডল মেনে আসছেন লুকাকু।কোরিরে দেল্লা সেরা’কে এমনটাই জানালেন ২৭ বছর বয়সী তারকা, ‘ছোটবেলা থেকে আমি ইন্টারের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। সত্যি, আমি ইতালিয়ান শেখা শুরু করেছিলাম। আমি আদ্রিয়ানোর মতো হতে চেয়েছিলাম।

তিনি যেভাবে খেলতেন এবং যা কিছু করতেন তা আমি ভালোবাসতাম।’এরপরই সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচের প্রশংসা করার পাশাপাশি খোঁচাটা দেন লুকাকু। দুজনের সম্পর্কটা ফাটল ধরে সিরি’আ লিগে এসে। তার মধ্যে আবার ইব্রা খেলেন ইন্টারের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানে। মৌসুমের মিলান ডার্বিতে তো দুজনে বাগ্‌বিতণ্ডায়ও জড়িয়ে পড়েন। শুরুর দিকে চলতি সিরি’আ জয়ের দৌড়ে সবার সামনে ছিল এসি মিলান। কিন্তু মাঝপথে খেই হারিয়ে তারা পথ সুগম করে দেয় ইন্টারের।

আন্তনিও কন্তের দল সেই সুযোগ কাজে লাগিয়ে শিরোপা জিতে নিয়েছে। দলকে চ্যাম্পিয়ন করার আনন্দে শুরুতে ইব্রার প্রশংসা করে লুকাকু বলেন, ‘ইব্রা বড় মাপের খেলোয়াড়। সে অনেককিছু করেছে এবং ৫০০ এর বেশি গোল করেছে।’ এরপরই সুইডিশ স্ট্রাইকারকে খোঁচা দিলেন লুকাকু, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে আমাদের ভালো সম্পর্ক ছিল। তবে আমি ইন্টারের জন্য জিততে চাই। ক্রিস্টিয়ানো রোনালদো জিততে চায় জুভেন্টাসের জন্য। কিন্তু ইব্রা জিততে চায় নিজের জন্য।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?