এক পশলা বৃষ্টিতেই স্মার্ট সিটির একাংশ রাস্তাঘাট জলে থৈ থৈ, দূর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মে।। বৃষ্টিতে স্বস্তি৷ আর এই স্বস্তির বর্ষণে জলমগ্ন হয়ে গেল স্মার্ট সিটি আগরতলার বহু রাস্তা৷ বর্ষা মরশুম শুরুর আগে ও বর্ষা মরশুমে জল থৈ থৈ চেহারা নতুন নয়৷ ফ্লাড কন্ট্রোল মেশিন থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় মেশিনের মাধ্যমে জল সরানোর পরিকল্পনা নেয়া হয়েছে৷ বসানো হয়েছে একাধিক পাম্প৷ কিন্তু সময়ে মেশিনগুলো বা পাম্পগুলো কাজে লাগছে না৷ যার খেসারত দিতে হয় নগরবাসীকে৷

শুক্রবার বৃষ্টির শেষেও এর ব্যতিক্রম হয়নি৷ এদিন আগরতলায় ১৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে৷ এই হিসেব বিকাল সাড়ে ৪টা পর্যন্ত৷ আকাশে কালো মেঘ দেখা দিলেই বিশেষ করে শহরের ব্যস্ততম রাস্তার ধারের ব্যবসায়ীর কপালে চিন্তার ভাঁজ পড়ে৷ এই হবে, এই হয়েছে, আর শহরের কোন রাস্তায় জল জমবে না৷ নেতা, মন্ত্রী, আমলা-কামলাদের মুখে এই অভয় বাণী শুনে ব্যবসায়ীদের কান ঝালাপালা হয়ে গেছে৷

আদতে কাজের কাজ এখনো কিছুই হয়নি৷ ভুক্তভোগীদের এই বিরক্তির প্রকাশ অমূলক নয়৷ কারণ, সামান্য বৃষ্টিতেই যদি জল জমে যায় তাহলে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের৷ অতি ক্ষূদ্র ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি সইতে হয় আরো বেশি৷ শুক্রবার দুপুর গড়িয়ে বিকেল৷ ঠিক তখনই দু’এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে৷ আস্তে আস্তে বৃষ্টি পড়তে থাকে৷

এরই মধ্যে মুশল ধারে বৃষ্টি শুরু হয়৷ সাথে দমকা হাওয়া৷ হঠাৎ-ই বৃষ্টির সাথে শুরু হয় ঝড়৷ ঝড়ে কোন কোন জায়গায় রাস্তায় পড়ে থাকে গাছের ডালপালা৷ বহু বাড়িঘরেরও ক্ষতি হয়েছে৷ গাছের ডাল পড়ে ঘরের চালা ভেঙেছে এদিনের ঝড় বৃষ্টির ফলে৷ দীর্ঘসময় বৃষ্টি হয়েছে, যথেষ্ট ভারী৷ যেকারণে কম সময়ের মধ্যেই শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়৷ বিশেষ করে নিচু এলাকায় জল জমে যাওয়ায় বেশি অসুবিধা হয়৷

কিন্তু বৃষ্টি থেমে যাবার পরও জল নামছে না৷ এই চিত্র ছিল শকুন্তলা রোড, প্যারাডাইস, আরএমএস, বিদুরকর্তা চৌমুহনি, এডভাইজার চৌমুহনি, মধ্যপাড়া সহ বিভিন্ন এলাকায়৷ জল জমে থাকায় সমস্যায় পড়েন দোকানি থেকে শুরু করে পথচারী, যান চালক, নিত্য যাত্রীরা৷ দীর্ঘ সময় ধরে রাস্তায় জল জমে থাকাই নয়, বাড়তে থাকে৷ এর কারণে, পাম্পগুলি বেশির ভাগই কাজ করছে না৷ যেকারণে জল নামতে এবারও সময় লাগে৷ আর এর খেসারত গুণতে হয়েছে ভুক্তভোগীদের৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?