স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৮ মে।। সোনামুড়ার রাঙ্গামাটি মাদ্রাসা সংলগ্ন এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে জিবি হাসপাতালে এবং তিন জনকে সোনামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চারজন।
ঘটনা সোনামুড়ার রাঙামাটি মাদ্রাসা সংলগ্ন এলাকায় ।ঘটনার বিবরণে জানা যায় TR03 1312 নাম্বার একটি যাত্রীবাহী বাস সোনামুড়া থেকে উদয়পুর যাওয়ার সময় রাঙ্গামাটি এলাকায় মেলাঘরের দিক থেকে একটি দ্রুতগতিতে আসাা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকের নাম্বার TR031786 ।
মোড় নেওয়ার সময় বাস গাড়িটিকে ধাক্কা দেয় বলেে জানা গেছে। তাতেই আহত হয় চার জন।তাদের মধ্যে ফরিদ মিয়া নামের ৬০ বছরের এক ব্যক্তি গুরুতর আহত হয় । তাকে সোনামুড়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়়।
তার বাড়ি উদয়পুরেের পালাটানা এলাকায়। অন্য তিন জনের সোনামুড়া হাসপাতালে চিকিৎসা চলছে। তারা হল বাস ড্রাইভার বাপন চন্দ্র ( ৩৭) বাড়ি উদয়পুর, এবং পেয়ারা খাতুন (৩৬) ও মায়া বেগম (৪১)।
তাদের বাড়ি সোনামুড়া এলাকায়।উভয় গাড়ির চালকের দ্রুতগামীতা এবং অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।