বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক, ৮ মে।। বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত করোনায় আক্রান্ত হয়েছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে শনিবার সকালে নিজেই এ খবর জানিয়েছেন।

ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তিনি জানান, কয়েক দিন ধরে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করছিলেন। শুক্রবার করোনা টেস্ট করার পর আজ রেজাল্ট পজিটিভ আসে।

বর্তমানে নিভৃতবাসে আছেন বলে জানান কঙ্গনা। তবে করোনা প্রসঙ্গেও বরাবরের যুদ্ধংদেহী ভূমিকায় রয়েছেন এ নায়িকা।

কীভাবে তার শরীরে ভাইরাস ‘পার্টি’ শুরু করেছে কোনো ধারণা নেই বলে জানালেন। তবে তিনি জানেন, করোনাকে ধ্বংস করবেনই।

সবার প্রতি আহ্বান, যাতে নিজের ওপর কাউকে কর্তৃত্ব করতে না দেন। ভয়ে পেলে আরও বেশি চেপে ধরবে।

করোনাকে তিনি গুরুত্ব না দিয়ে ‘স্মল টাইম ফ্লু’ বলে উল্লেখ করেন, যদিও তার দেশে প্রতিদিন শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। তার মতে, সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার কারণে সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে।

‘হর হর মহাদেব’ লিখে করোনা তার বার্তা শেষ করেন। মূলত ধ্যানমগ্ন একটি ছবি প্রকাশ করে মন্তব্যের ঘরে নিজের অসুস্থতার খবর জানান নায়িকা।

দেশ-বিদেশের নানা বিষয়ে মন্তব্য করে প্রায়ই সমালোচনার শিকার হন কঙ্গনা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে পরপর আপত্তিকর মন্তব্যের জেরে সম্প্রতি তার অ্যাকাউন্ট স্থগিত করেছে টুইটার কর্তৃপক্ষ। এর পর ইনস্টাগ্রাম ও নিজের সিনেমার মাধ্যমে নিজের মতামত তুলে ধরবেন বলে জানান এ নায়িকা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?