অনলাইন ডেস্ক,৮ মে।। আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে কেউ জেতেনি। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফলে টেবিলের শীর্ষেই রইল আতলেতিকো।
তবে এই ম্যাচ ড্র হওয়ায় রিয়াল মাদ্রিদের সামনে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।লা লিগায় এখন পর্যন্ত টেবিলের শীর্ষ চারটি দলই শিরোপার দৌঁড়ে রয়েছে। শনিবার বার্সা-আতলেতিকোর ড্রয়ের ফলে ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো।
সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।রবিবার সেভিয়ার বিপক্ষে ম্যাচ রিয়ালের। সেই ম্যাচে জিতলে শীর্ষে থাকা আতলেতিকোর সমান পয়েন্ট হবে জিনেদিন জিদানের দলের। তবে হেড টু হেড লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে উঠে যাবে রিয়াল।৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে আপাতত তিনে রিয়াল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চারে থাকা সেভিয়াও আছে শিরোপার দৌড়ে।