স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৭ মে।। শুক্রবার বেলা ১২টা থেকে চড়িলাম বাজারে মাস্ক অভিযানে বের হয় প্রশাসনিক আধিকারিকরা৷ বাজারে এসে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন৷ বাজার কমিটির সঙ্গে কথা বলেন৷
ক্রেতা-বিক্রেতা বাজার ব্যবসায়ী সবাই যেন মাস্ক পরিধান করে বাজারে আসে এমনটাই অনুরোধ জানান বিশালগড় সিডিপিও দীপঙ্কর সরকার৷ অভিযানে বের হয়ে চড়িলাম বাজারে দুই জনকে জরিমানা করেন৷ বিশালগড় মহকুমা শাসকের নেতৃত্বে কয়েকটি প্রশাসনিক টিম গঠিত হয় মাস্ক অভিযানের জন্য৷ এই টিমগুলোর মধ্যে সিডিপিও নেতৃত্বে রয়েছে এই টিম৷
এই টিম চড়িলাম বাজারে মাস্ক অভিযান করার পাশাপাশি চড়িলাম বাজার, স্ট্যান্ড এলাকায় জাতীয় সড়কের উপরে চলতি ছোট-বড় যানবাহন থামিয়ে যাত্রীদের মুখে মাস্ক আছে কিনা তাও দেখেন৷ সমস্ত যাত্রীদের চালকদের মাস্ক পরিধান করে গাড়িতে ওঠার পরামর্শ দেওয়া হয়৷