অনলাইন ডেস্ক, ৭ মে।। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। অভিনেত্রীর গায়ে জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল। করোনার উপসর্গ থাকায় সন্ধ্যা রায়কে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।
তার নমুনা ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উপসর্গ মেনেই শুরু হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা।
বাংলাদেশের পর্দায় দেখা গেছে সন্ধ্যা রায়কে। ১৯৭৬ সালে করেন আনোয়ার হোসেনের বিপরীতে রাজেন তরফদার পরিচালিত ‘পালঙ্ক’, যা ক্ল্যাসিকের মর্যাদা পেয়েছে। ১৯৮৭ সালে কাজী জহির পরিচালিত ‘ফুলের মালা’ ছবিতে অভিনয় করেন, বিপরীতে ছিলেন আলমগীর।
১৯৫০-এর দশকে অভিনয়ের জগতে পা রাখেন সন্ধ্যা রায়। রাজেন তরফদারের ‘অন্তরীক্ষ’ তার প্রথম ছবি। দর্শকদের কাছে ‘পাশের বাড়ির মেয়ে’ ইমেজে জনপ্রিয় হন তিনি। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে গঙ্গা, মায়ামৃগ, পলাতক, বাঘিনী, আরোগ্য নিকেতন, ঠগিনী ও বাবা তারকনাথ।
২০১৪ সালে সন্ধ্যা রায় মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী মনোনীত হন। বিপুল ভোটে জিতে অভিনেত্রী লোকসভার সংসদ সদস্য হন। যদিও শারীরিক অসুস্থতার কারণে চলতি বছরের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে আর দাঁড়াননি আর।
পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্মগ্রহণ করলেও সন্ধ্যা রায়ের পৈতৃক বাড়ি ছিল যশোরে। এখানে তিনি কিছুদিন ছিলেনও, ১৯৫৭ সালে আবার কলকাতা ফিরে যান।