অনলাইন ডেস্ক, ৭ মে।। ভারতের করোনা পরিস্থিতির ভয়াবহ চিত্র দেখে নিজেকে সামলাতে পারছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন। দ্রুতই এই পরিস্থিতি থেকে যাতে মুক্তি মেলে সেই আশার কথা ব্যক্ত করে সবাইকে নিরাপদ ও সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার টুইটারে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান অস্ট্রেলিয়ার সাবেক এই লেগ স্পিনার। ওয়ার্ন লেখেন, ‘এই ভয়ঙ্কর সময়ে আমার ভারতীয় বন্ধুদের জন্য চিন্তা হচ্ছে।
নিরাপদে থাকুন আর নিজের পরিবারের খেয়াল রাখুন। খুব দুঃখ হচ্ছে ভারতের মতো অসাধারণ দেশকে এভাবে কষ্ট পেতে দেখে। ভারতের জন্য ভালোবাসা আর আমার সমর্থন থাকল। ’
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বিপর্যস্ত ভারত। প্রায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার নতুন রেকর্ড হচ্ছে। এরই মধ্যে আইপিএলও মাঝপথে স্থগিত করা হয়েছে।