সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলেন জেলাশাসক

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মে।। রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনা করে মুখ্যসচিবের আদেশমূলে পশ্চিম জেলার সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট টিউশন, কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা রাভেল হেমেন্দ্র কুমার।

পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।জেলাশাসকের এই আদেশে আরও বলা হয়েছে, জেলার সমস্ত জেলা শিক্ষা আধিকারিকগণ ও বিদ্যালয় পরিদর্শকগণ উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট টিউশন ও কোচিং সেন্টারগুলি পরিদর্শনের মাধ্যমে এই নির্দেশ যথাযথ কার্যকর হচ্ছে কিনা তা নিশ্চিত করবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?