স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৭ মে।। তেলিয়ামুড়ায় অবস্থিত বড়মুড়া ক্যাফেটেরিয়ার দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। এটি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে থাকা তেলিয়ামুড়া বড়মুড়া ক্যাফেটেরিয়া প্রথমদিকে লাভের মুখ দেখতে থাকলেও পরবর্তী সময়ে লোকসানের বহর চলতে থাকে।
সেই কারণে বাম আমলেই বড়মুড়া ক্যাফেটরিয়া বন্ধ হয়ে যায়।দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ধরে বন্ধ থাকে বড়মুড়া ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়াটি বন্ধ থাকার ফলে এই ক্যাফেটরিয়াস্থিত জায়গায় চলত অসামাজিক কাজকর্ম।
বিষয়টি তেলিয়ামুড়া পুর পরিষদের নজরে আসে।এদিকে শুক্রবার তেলিয়ামুড়া পুর পরিষদের সি.ই.ও তথা মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য্যের নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল বড়মুড়া ক্যাফেটরিয়া পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে ছিলেন পুর পরিষদের ডেপুটি সি.ই.ও তথা ডি.সি.এম সজল দেবনাথ, ইঞ্জিনিয়ার জয়দ্বীপ দাস সহ অন্যান্যরা।পরিদর্শনকালে প্রত্যক্ষ করা যায় ওই ক্যাফেটেরিয়ার দালান বাড়িটির বিভিন্ন অংশে ফাটল ধরে যায়।
পরে তেলিয়ামুড়া পুর পরিষদের সি.ই.ও তথা তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য্য জানান, তথ্য সংস্কৃতি দফতরের সাথে তেলিয়ামুড়া পুর পরিষদের কথাবার্তার পর শুক্রবার এই ক্যাফেটেরিয়াটির চাবি পুর পরিষদের হাতে তুলে দেয়।
তিনি এও জানান, এই ক্যাফেটেরিয়াটি সংস্কার করা হবে। পরে এটাকে তেলিয়ামুড়া পুর পরিষদ নতুন রূপ দেবে। ক্যাফেটেরিয়াটির পুনরায় চালু করে পুর পরিষদ তথ্য সংস্কৃতি দপ্তরকে আয়-উপার্জনের টাকা দেবে।