স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৭ মে।। উদয়পুরের পারফেক্ট প্যাথলজিকে পাঁচ লক্ষ টাকা আর্থিক জরিমানা করলো গোমতী জেলা ভোক্তা আদালত।
মন্দির নগর উদয়পুররের ফুলকুমারীর বাসিন্দা বিজয় দাস নামে এক ব্যক্তি পেশায় টিএসআর জোয়ান পারফেক্ট প্যাথলজিতে হেপাটাইটিস সি এর পরীক্ষা করান। সেই রিপোর্টে তার হেপাটাইটিস সি পজেটিভ ধরা পড়ে। সেই মোতাবেক উনি এই রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসকদের পরামর্শে হেপাটাইটিস সি এর ঔষুধ খেতে থাকেন।
কিছুদিন পর উন্নত চিকিৎসার জন্য উনি চেন্নাই অ্যাপোলো হসপিটালে গিয়ে যখন হেপাটাইটিস সি এর পরীক্ষা করান সেখানে দেখা যায় উনার হেপাটাইটিস সি এর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু উনি পারফেক্ট প্যাথলজির রিপোর্টের ওপর ভিত্তি করে দীর্ঘদিন ওষুধ খাওয়ার ফলে উনার শারীরিকভাবে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে।
যার ফলে উনি পারফেক্ট প্যাথলজির নামে উদয়পুর গোমতী জেলা ভোক্তা আদালতে পাঁচ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা করেন। দীর্ঘদিন সেই মামলা চলার পর অবশেষে ভোক্তা আদালতের বিচারক এ কে নাথ এই মামলায় অভিযুক্ত পারফেক্ট প্যাথলজিকে পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করেন।
অভিযোগকারীর পক্ষে এই মামলাটি পরিচালনা করেন আইনজীবী অতনু দাস। এদিন ভোক্তা আদালতের এই রায়ে খুশি অভিযোগকারী বিজয় দাস।