অনলাইন ডেস্ক, ৭ মে।। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসের নারী বিভাগে বর্ষসেরা পুরস্কার জিতেছেন জাপানের নাওমি ওসাকা। পুরুষদের বিভাগে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন টেনিসের দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল। ২০১১ সালে প্রথমবারের মতো এই পুরস্কার জিতেন ৩৪ বছর বয়সী স্প্যানিয়ার্ড।
প্রথমবারের মতো এই পুরস্কার পাওয়া ওসাকা ২০২০ সালে জেতেন ইউএস ওপেন। অন্যদিকে গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতে ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসান নাদাল।
বছরের সেরা দল হিসেবে নির্বাচিত হয়েছে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগজয়ী জার্মান ফুটবল চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। টেনিস কিংবদন্তি বিলি জিন কিং পেয়েছেন আজীবন সম্মাননা পুরস্কার।
২০০০ সাল থেকে ক্রীড়া এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হচ্ছে। পুরুষ বিভাগে সর্বোচ্চ ও টানা চারবার এই পুরস্কার জিতেছেন ফেদেরার। নারী বিভাগে সবচেয়ে বেশি চারবার সেরা হয়েছেন সেরেনা উইলিয়ামস।
গত বছর পুরুষ বিভাগে যুগ্মভাবে এই পুরস্কার জেতেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি এবং ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিল্টন।