অনলাইন ডেস্ক, ৭ মে।। প্রথম লেগের বড় জয়ের কল্যাণে দ্বিতীয় লেগে হেরেও ইউরোপা লিগের ফাইনালে গেল ম্যানচেস্টার ইউনাইটেড।
রোমার মাঠে বৃহস্পতিবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-২ গোলে হেরেছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ৬-২ গোলে জেতা ইংলিশ দলটি দুই লেগ মিলিয়ে ৮-৫ অগ্রগামিতায় ফাইনালের টিকিট পেল।
অন্য ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল-ভিয়ারিয়াল ফিরতি পর্বের লড়াই গোলশূন্য ড্র হয়েছে।
প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল স্প্যানিশ দলটি। যার কারণে আর্সেনালকে বাদ পড়তে হল।
৩৯তম মিনিটে কাভানির দারুণ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ফ্রেদের পাস ধরে এগিয়ে প্রায় ২০ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই গোল করে রোমা। ৫৭তম মিনিটে কাছ থেকে হেডে সমতা ফেরান এদিন জেকো। প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে পরের গোলটি করেন ব্রায়ান ক্রিসতান্তে।
৬৮তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের ক্রসে হেডে স্কোরলাইন ২-২ করেন কাভানি। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে নিকোলা জালেভস্কির গোলে রোমা আবার এগিয়ে যায়। তবে প্রথম লেগের বড় জয়ে নিয়ন্ত্রণ থাকে ইউনাইটেডের হাতেই।
ম্যানচেস্টার সিটি ও চেলসি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার পর ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতেও ‘অল-ইংলিশ’ ফাইনালের আশায় ছিলেন অনেকে। আর্সেনাল বিদায় নেওয়ায় সেটা হলো না।
আগামী ২৬ মে পোল্যান্ডের গোডাইন্সকে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়াল।