অনলাইন ডেস্ক, ৭ মে।। মাঝপথেই স্থগিত হয়েছে আইপিএল। সব ক্রিকেটারদের এখন ঘরে ফেরার পালা। করোনার কারণে অনেক দেশের সঙ্গেই বিমান যোগাযোগ বন্ধ। এ অবস্থায় বিদেশি ক্রিকেটারদের দেশে পাঠানোর দায়িত্ব নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।
ভারতীয় ক্রিকেটাররাও একে একে ঘরে ফিরছেন। তবে এখনো দিল্লির হোটেল রুমে বন্দি চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সব ক্রিকেটাররা তাদের ঘরে ফিরলে, তবেই হোটেল রুম ছেড়ে বেরোবেন ধোনি। এমনই সিদ্ধান্ত নিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’।
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দেশে ফিরতে বেশ বিপাকে পড়তে হচ্ছে। ভারতের সঙ্গে ১৫মে পর্যন্ত সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করায় অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচিং স্টাফদের মালদ্বীপ আর শ্রীলঙ্কায় পাঠাচ্ছে বিসিসিআই। সেখান থেকে দেশে ফেরার বিমান ধরবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরা।
চেন্নাই সুপার কিংসের ভার্চুয়াল মিটিংয়ে ধোনি বলেছেন, ‘বিদেশি ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের সবার আগে দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। ওরা সুরক্ষিত ভাবে নিজেদের দেশে ফেরার পর আমরা নিজেদের বাড়ি ফিরব।’
ধোনি রাঁচি যাবেন ব্যক্তিগত বিমানে। ধোনির ব্যক্তিগত বিমানে থাকবেন চেন্নাইয়ের কয়েকজন ভারতীয় ক্রিকেটারও। ধোনিকে রাঁচি নামিয়েই সেটি হায়দরাবাদের উড়ে যাবে। ধোনি আগেই দলের এক ভার্চ্যুয়াল বৈঠকে আইপিএল স্থগিত হওয়ার পর ক্রিকেটারদের বাড়ি ফেরা নিয়ে কিছু নির্দেশনা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, বিদেশি ক্রিকেটার ও স্টাফদের অবশ্যই বাড়ি ফেরার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।