স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মে।। কোভিড ১৯ প্রতিহত করতে সারা রাজ্যে দিনরাত পরিশ্রম করে চলেছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা৷ পশ্চিম জেলার বাধারঘাট রেল স্টেশনে ৫ মে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-এর শিয়ালদহ থেকে আগরতলা যাত্রীদের কোভিড ১৯ পরীক্ষা করা হয়।
রাত ৮ টা ৩০ মিনিট থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত চলেছে এই কোভিড ১৯ পরীক্ষা। পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কর্তৃক বিশেষ মেডিক্যাল টিমে দপ্তরের বিভিন্ন বিভাগের কর্মীদের পাশাপাশি ছিলেন সিভিল ডিফেন্সের কর্মীরাও। ২০৫ জন যাত্রীর মধ্যে ১৬ জনের দেহে কোভিড ১৯ এর জীবানুর উপস্থতি পাওয়া গিয়েছে।
এর মধ্যে কেবলমাত্র একজন পশ্চিম জেলার এবং বাকিরা অন্যান্য জেলার৷ প্রত্যেকেই বর্তমানে মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। এদিন সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে স্টেশন পরিদর্শনে যান জাতীয় স্বাস্থ্য মিশনের, মিশন অধিকর্তা, ডাঃ সিদ্ধার্থ শিব জয়েসবাল।
তিনি স্বাস্থ্য কর্মীদের সঙ্গে আলোচনার সময় তাদেরকে কোভিড ১৯-এর সরকারী সবরকম বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেন। তাছাড়া স্টেশনে যাত্রীদের নিয়ম মেনে কোভিড ১৯ এর পরীক্ষা এবং এর রেজাল্ট সহ সবশেষে বাড়ি ফেরার ক্ষেত্রে বিধিনিষেধ যেন পালন করা হয় এই বিষয়টি সুনিশ্চিত করার আহ্বান ও জানান তিনি৷
এদিন মিশন অধিকর্তার সঙ্গে পরিদর্শন করতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীষ দাস৷ স্বাস্থ্য কর্মীদের পরিসেবা প্রদান করতে যেন অসুবিধা না হয় এই বিষয়টি নিশ্চিত করেন তিনি।