অনলাইন ডেস্ক, ৭ মে।। চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের ফিরতি লেগে হেরে বাদ পড়েছে রিয়াল মাদ্রিদ। পরাজয়ের পর ম্যাচ শেষে কোথায় একটু মুখ ভার করে বসে থাকবেন, ইডেন হ্যাজার্ডকে দেখা গেল সাবেক সতীর্থদের সঙ্গে হাসি-মজায় মেতেছেন।
বেলজিয়ামের ফরোয়ার্ডের এমন হাসাহাসি পছন্দ হয়নি লস ব্লাঙ্কোস সমর্থকদের। সমালোচনার মুখে পড়েছেন হ্যাজার্ড।
চ্যাম্পিয়নস লিগের শেষ চারের ফিরতি লেগ দিয়ে পুরোনো ঠিকানা স্টামফোর্ড ব্রিজে ফেরেন বেলজিয়ান তারকা। এক সময় ব্লুজ সমর্থকদের কাছে তিনিই ছিলেন সবচেয়ে প্রিয়। কিন্তু ঘর পাল্টে এখন হ্যাজার্ড রিয়ালের। চোখের সামনে দলের বিদায় দেখলেও পুরোনো সতীর্থদের কাছে পেয়ে ম্যাচ শেষে হাসি-মজায় মেতে ওঠেন হ্যাজার্ড।
চেলসির ফরাসি সেন্টার-ব্যাক কার্ট জোমার সঙ্গে হাসিমুখে মজা করতে দেখা যায় বেলজিয়ান ফরোয়ার্ডকে। গোল হজম করলেও ব্যাপারটি হজম করতে পারেনি রিয়াল সমর্থকরা।
তাদের অনেকের কাছে হ্যাজার্ডের আচরণ যথার্থ মনে হয়নি। চোটের কারণে মাঠের পারফরম্যান্সে দীর্ঘদিন নিজের ছায়া হয়ে থাকা ৩০ বছর বয়সী তারকার সমালোচনাও করেন তারা। যার কারণে চাপের মুখে ক্ষমা চাইলেন হ্যাজার্ড।
নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আমি দুঃখিত। আমি আজ আমার সম্পর্কে প্রচুর মতামত পড়েছি এবং রিয়াল মাদ্রিদ সমর্থকদের চটানোর আমার কোনো অভিপ্রায় ছিল না। ’
হ্যাজার্ড আরও লেখেন, ‘আমার সব সময়ের স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এবং আমি এখানে এসেছি জয় করতে। এই মৌসুম এখনো শেষ হয়নি এবং আমরা সবাই একত্রে লড়াই করছি লা লিগ জিততে। হালা মাদ্রিদ!’