শেষকৃত্যে গিয়ে কাঁদার প্রস্তাব, তাও আবার ৫ লাখ টাকা বিনিময়ে!

অনলাইন ডেস্ক, ৭ মে।। তারকারা নানান ধরনের অনুষ্ঠানে গিয়ে টাকা আয় করেন। বিয়েতে উপস্থিত হওয়ার জন্য পান বড় অঙ্কের টাকা। এমন কথা অনেকের অজানা না হলেও কখনো শুনেছেন শেষকৃত্যে গিয়ে কাঁদার প্রস্তাব, তাও আবার ৫ লাখ টাকা বিনিময়ে!শুনতে অবাক লাগলেও এমনই ঘটেছিল বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের সঙ্গে।

এক ব্যবসায়ী পরিবারের কাছ থেকে এই প্রস্তাব পেয়েছিলেন চাঙ্কি। বলা হয়েছিল, তারা প্রচুর দেনার দায়ে ডুবে আছেন। পরিবারের এক সদস্যের শেষকৃত্যে পাওনাদাররাও থাকবেন। টাকা শোধ করতে না পেরে সেই পরিবারের লোকজন পাওনাদারদের বলেছিলেন, বেশ কিছু নতুন ছবিতে টাকা ঢেলেছেন তারা। ছবির ব্যবসায় লাভ হলে টাকা ‌ফেরত দিতে পারবেন। ফলে খানিক সময় পাওয়া যাবে।

তাই চাঙ্কির কাছে তাদের দাবি ছিল, ‘‘যদি আপনি এক জায়গায় দাঁড়িয়ে একটু কান্নাকাটি করেন, তবে তারা আমাদের কথা বিশ্বাস করবেন। আরও কয়েক জনকে আমরা ডাকব। ’’

প্রস্তাব শুনে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন অভিনেতা। তার কথায়, ‘‘ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম। সৎকারে অভিনয় করতে হবে ভাবিনি। ’’

‘হাউসফুল’ সিরিজের নিয়মিত এ অভিনেতা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বটে, কিন্তু ব্যবসায়ীর পরিবারের দুরবস্থা দেখে কষ্ট হয়েছিল তার। তাই অন্য এক অভিনেতাকে পাঠিয়েছিলেন।

চাঙ্কি বলেন, ‘‘আমার পরিবর্তে কে সেখানে গিয়েছিলেন, সে কথা আমি বলতে পারব না। যাই হোক, এক জায়গায় দাঁড়িয়ে কাঁদার জন্য ৫ লাখ রুপি কম ছিল না তখন। তাই সেই সুযোগ ছাড়েননি তিনিও। ’’

তবে একইসঙ্গে চাঙ্কি জানিয়ে দিলেন, সেই টাকার কোনো ভাগ চাননি। কিন্তু এ রকম অভিজ্ঞতার কথা সারা জীবনে ভুলবেন না তিনি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?