স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মে।। রাষ্ট্রীয় বাল (শিশু) স্বাস্থ্য কার্যক্রম ত্রিপুরাতে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এর সুফল পাচ্ছে ১৮ বছর অবধি জন্মগতরোগ, বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার শিশুরা।
বামুটিয়া ব্লকের জলিলপুরের বাসিন্দা সমরজিৎ ভিলের দেড় বছরের শিশুপুত্র শ্রীমন্ত ভিল জন্ম থেকেই হৃদরোগে ভুগছিল। জলিলপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রুটিন মাফিক পরীক্ষা নিরীক্ষার সময় গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ অর্পিতা বণিক শিশুটির হৃদরোগ সনাক্ত করেন।
তারপর তাকে সুচিকিৎসার জন্য আর বি এস কে কর্মসূচিতে নাম নথিভুক্ত করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরুতে নারায়ণ হৃদয়ালয়ে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়। গতবছর তার অস্ত্রোপচার হয় এবং সম্পূর্ণ ব্যয়ভার জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা বহন করে। সম্প্রতি আর বি এস কে-এর তরফে পুনরায় শিশুটির শারীরিক পরিস্থিতির খোঁজ নেওয়া হয়েছে।
তার শারীরিক অবস্থা ভাল৷ তাঁর পরিবারের সদস্যরাও দপ্তরের ভূমিকায় আনন্দিত। উল্লেখ্য২০২০-২১ সালে আর বি এস কে ত্রিপুরার পক্ষ থেকে ৮৪ জন হৃদরোগে আক্রান্ত শিশুর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে।
এমনকি বহির্রাজ্যে চিকিৎসার জন্য তাদের যাতায়াতের ব্যয়ভারও জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা বহন করেছে। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।