অনলাইন ডেস্ক, ৭ মে।। আগামী জুনে আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ডেভিড লুইসের। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের পরবর্তী গন্তব্যটা হতে পারে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস)। সিবিএস স্পোর্টসের বরাতে এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা। ৩৪ বছর বয়সী সেন্টার-ব্যাক আর্সেনালে যোগ দেন ২০১৯ সালে।
কিন্তু এরপর থেকে বিভিন্ন চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি গানারদের হয়ে খেলেছেন ৬২ ম্যাচে।
সিবিএস স্পোর্টস এক প্রতিবেদনে জানায়, লুইসের অ্যাজেন্ট এমএলএসের দলের সঙ্গে কথা বলেছেন এবং আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যেতে পারেন।
লুইস এর আগে চেলসি, পিএসজি ও বেনফিকার হয়ে খেলেছেন। এমএলএসের কথা সামনে এলে ব্রাজিলিয়ান তারকা আগ্রহ ইতালিয়ান সিরি’আ লিগের কোনো এক ক্লাবের হয়ে খেলা।