অনলাইন ডেস্ক, ৭ মে।। বেসরকারি হাসপাতালেও বিনা মূল্যে করোনা চিকিৎসার ঘোষণা দিয়েছেন তামিলনাড়ু রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শুক্রবার তিনি ঘোষণা করেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও রোগীর করোনা চিকিৎসার খরচের টাকা দেবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্পের অর্থ থেকেই এই কাজ করা হবে, জানান তিনি।রাজ্যে নির্বাচনী প্রচারে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়িত করতেই এ দিন সাংবাদিক বৈঠক করেন স্ট্যালিন। তিনি জানান, কোভিড পরিস্থিতিতে রাজ্যের জনসাধারণকে চার হাজার টাকার আর্থিক সাহায্য দেবে সরকার। মে মাসেই প্রথম কিস্তিতে মোট ২ কোটি ৭ লাখ ৬৭ হাজার রেশন কার্ডহোল্ডারকে দুই হাজার টাকা করে দেয়া হবে।
সব মিলিয়ে সরকারের খরচ হবে প্রায় ৪ হাজার ১৫৩ কোটি টাকা। এ ছাড়াও দুধের দাম কমানো এবং মহিলাদের জন্য সরকারি বাসে বিনা মূল্যে সেবা দেয়ার ঘোষণাও করেন তিনি।