অনলাইন ডেস্ক, ৭ মে।। ‘আইলারে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দেও শাইল ধানের নেড়া, দামান বও দামান বও’ নেটদুনিয়ায় ভাইরাল এই গানটি মানুষের মুখে মুখে আর একের পর এক ভিডিও হচ্ছে গানটি দিয়ে। পুরনো গান হলেও নতুন করে গানটি আবারও মানুষের মন জয় করে নিয়েছে।
আইলারে নয়া দামান্দ সিলেটি একটা গান ভাইরাল হয়েছে, যার অর্থ অনেক মানুষের বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য গানটির অর্থ…
নতুন জামাই ( সিলেটে বলে দামান বা দামান্দ) শ্বশুরবাড়ি এসেছেন। তার চেহারা ঝলমল করছে, যেন আকাশের উজ্জল তারকা (তেরা/ তারা) ।
কনের ছোটবোন ও বৌদিরা ঐতিহ্যগত ভাবেই নতুন বরকে নিয়ে কৌতুক করতে অভ্যস্ত। তাই তারা বলছে, আসমানের তারার মতো উজ্জল চেহারার নতুন জামাই এসেছেন, তাকে বসার জন্য বিছানা বিছিয়ে দিয়েছি। শাইল বা শালি ধানের নাড়া দিয়ে তৈরী এ বিছানা।
অতএব, হে নতুন জামাই বসো। বসো, কথা বলো, গল্প করো। বাটা ভরা পান রয়েছে, খাও,আনন্দ উপভোগ করো। কিন্তু এখনি অর্থাৎ একটু পরেই চলে যাবার কথাটি মুখে আনবেনা। যদি যাবার কথা বলো, তবে তোমার কান দুটি কেটে রেখে দেবো।
ওই দেখো, জামাইয়ের বড়ভাই এসেছেন। হিজল কাঠের গুড়ির মতো মোটা উনি। হাতের আংগুল দিয়ে এক ঠুনকো দিলেই মাটিতে পড়ে যান। মনে হয় যেন একজন ষাট বা সত্তর বছরের বুড়ো তিনি। আরো এসেছেন বরের অর্থাৎ জামাইয়ের বোন যিনি কথা বলতে এগিয়ে আসেন । কিন্তু নববধুর ভাইয়ের চেহারা দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
জামাইয়ের সাথে আরো এসেছেন তার বড়ভাইয়ের বউ অর্থাৎ বৌদি। বটবৃক্ষের সুবিশাল গুঁড়ির মত বিশাল বপু এ মহিলা। উঠতে বসতে অনেক সময় লাগে এই বৌদির। শুধু কি তাই ? কাজের বেলাও তিনি এ রকম। এক কাজ করতে গিয়ে অন্য কাজ করে বসেন। এক কথা বলতে অন্য কথা বলে ফেলেন। সে যা ই হোক। তাদেরকে কনের বাড়িতে স্বাগতম। সবাই বসুন-‘বও দামান বও।’