অনলাইন ডেস্ক, ৭ মে।। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের ১৮ বছর পর পাকিস্তানের টেস্ট ক্যাপ পরার সুযোগ পেলেন তাবিশ খান। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হলো এই ৩৬ বছর বয়সী মিডিয়াম ফার্স্ট বোলারের।
তাবিশকে পাকিস্তানের টেস্ট ক্যাপ পরিয়ে দেন কোচ মিসবাহ-উল-হক। স্বপ্ন-পূরণের আগে তিনি ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।
তবে স্বদেশিদের মধ্যে তাবিশ অন্তত খালিদ ইবাদুল্লাহর চেয়েও ভাগ্যবান। মাত্র ৪টি টেস্ট খেলা ৮৫ বছর বয়সী এই সাবেক ব্যাটসম্যানকে পাকিস্তানের টেস্ট দলে সুযোগ পেতে খেলতে হয়েছিল ২১৮টি প্রথম শ্রেণির ম্যাচ।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাবিশ একাদশে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফের পরিবর্তে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার ইমরান বাটকে হারিয়ে ৩৪ রান করেছে পাকিস্তান। দাপটের সঙ্গে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।