স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ মে।। গোমতী জেলার সুখসাগর সমবায়ের ভোট স্থগিতাদেশ বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। নির্বাচনের মধ্য দিয়ে সমবায়ের কাজ কর্ম পরিচালনা করার পক্ষে রায় দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৫ ইং সনে উদয়পুর খিলপাড়াস্থিত সুখসাগর জলা শ্রমিক সমবার সমিতি লিমিটেডের জন্ম।১৯৯৮ ইং থেকে নির্দিষ্ট সময়ান্তর নির্বাচন করে আসছে এই সমবারটি। সমিতি ৭০ জন সদস্য নিয়ে পথ চলা শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ৪৪৯জন।উদয়পুরে মাতাবাড়ি ব্লকের অধীন সুখসাগর জলা একটি শস্য ভান্ডার , যা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে বিস্তৃত।
খিলপাড়া, জামজুরী, দক্ষিণ মুড়াপাড়াা, মুড়াপাড়া, চন্দ্রপুর, মাতাবাড়ি এবং ফুলকুমারী এই সাতটি গ্রামের কৃষি থেকে উচ্ছেদ হওয়া কৃষি শ্রমিক, জেলে, নির্মাণ শ্রমিক ও অন্যান্য শ্রমিকদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে সুখসাগর শ্রমিক সমবায় সমিতির জন্মের পর থেকে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমল থেকে বিরোধীদের হাতেই ছিল সমবায়টি।
প্রতিবারের মতো সমিতির সাধারণ সভা ডেকে সমিতির সাধারণ সদস্যদের দ্বারা গোপন ব্যালটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এবছরও অনুষ্ঠিত হবার কথা ছিল। যথারীতি প্রক্রিয়া শুরু হয়। ১৩ ই এপ্রিল নির্বাচনী আধিকারিক উগ্রজয় মগ নির্বাচন স্থগিত ঘোষণা করেন। এরই প্রতিবাদে সমবার সমিতি উচ্চ আদালতে মামলা করে।
সুখসাগর জলার শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোজাম্মেল আহমেদ সরকার সাংবাদিকদের জানান গত ৩০শে এপ্রিল উচ্চ আদালত সুখসাগর জলা শ্রমিক সমিতি লিমিটেডর নির্বাচন প্রতিক্রিয়ার উপর স্থগিতাদেশকে অবৈধ উল্লেখ করে তা বাতিল করে দিয়েছে।
উল্লেখ্য একশ্রেণীর অধিকারিক হঠাৎ করে করোনা অতিমারি দ্বিতীয় আবহকে অজুহাত হিসাবে সামনে তুলে ধরে নির্বাচন প্রক্রিয়া বন্ধ ও স্থগিত করে দেন। ১৯৯৮ থেকে নির্দিষ্ট সময়ান্তর নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। এখন দেখার বিষয় কবে নাগাদ এই সমবারের নির্বাচন হয়।