অনলাইন ডেস্ক, ৬ মে।। প্রথম কোচ হিসেবে টানা দুই মৌসুমে ভিন্ন দুই ক্লাবকে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলে ইতিহাস গড়েছেন টমাস টুখেল। গত মৌসুমে এই জার্মান কোচের অধীনে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে পিএসজি। তবে ফরাসি জায়ান্টরা সেবার শিরোপা জয়ের স্বপ্ন বিসর্জন দেয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে।
চলতি মৌসুমে টুখেলের অধীনে ৮ বছরের অপেক্ষার ইতি টেনে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে শেষ চারের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট কাটল ব্লুজরা। ‘অল ইংলিশ ফাইনালে’ টুখেলের শিষ্যদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।গত মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেও চলতি মৌসুমে ঘরোয়া লিগের ব্যর্থতায় চাকরি হারান টুখেল। অন্যদিকে চেলসিতে বরখাস্ত হন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।
চলতি মৌসুমের মাঝপথে ইংলিশ কোচের স্থলাভিষিক্ত হয়ে ব্লুজদের দায়িত্ব নেন টুখেল। এই জার্মান কোচ এর আগে দায়িত্ব সামলেছেন বরুসিয়া ডর্টমুন্ডের। তবে একবারও ইউরোপ সেরার মুকুট পরা হয়নি তার। এবার কোচ পেপ গার্দিওলার শিষ্যদের হারিয়ে সেই অধরা স্বপ্ন পূরণ করতে চাইবেন টুখেল।