অনলাইন ডেস্ক, ৬ মে।। যাদের বয়স ৫০ বছরের বেশি তাদের কভিড-১৯ টিকার তৃতীয় ডোজ দিতে চায় ব্রিটেন সরকার। দ্য টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বড়দিনের আগে সম্পূর্ণভাবে করোনামুক্ত হতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
ব্রিটেন সরকারের দেওয়া তথ্য বলছে, সে দেশে এখনো ৩ কোটি ৪৬ লাখের বেশি মানুষকে কভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকেই দ্বিতীয় ডোজও পেয়েছেন। যাদের বয়স ৫০-এর বেশি তাদের জন্য তৃতীয় ডোজেরও চিন্তা চলছে।
ব্রিটেনের জনসংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লাখ। সে দেশে ইতিমধ্যে ৮ ধরনের কভিড টিকার ৫১ কোটি ডোজ নিয়ে কাজ চলছে। এর মধ্যে কয়েকটি টিকার শেষ পর্যায়ের কাজ চলছে।
দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এপ্রিলের শুরু থেকেই বিভিন্ন দেশে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহে তা চরমে পৌঁছেছে। তবে ব্রিটেনে আর আগের অবস্থা নেই। টিকার কল্যাণে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশটি। সবচেয়ে বেশি বাজে অবস্থা ভারতে।
১৪ দিন ধরে দেশটির দৈনিক সংক্রমণ রয়েছে ৩ লাখের বেশি। গত ১০ দিন তা সাড়ে ৩ লাখের বেশি রয়েছে।
ভারতের পেছনে থাকা যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলেও দৈনিক আক্রান্ত থাকছে ১ লাখের অনেক কম। এই পরিস্থিতিতে বিশ্বে করোনার অধিকাংশই হচ্ছে ভারতে।