স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৬ মে।। পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে গোটা দেশজুড়ে আন্দোলনে শামিল হয়েছে বিজেপি। গোমতী জেলার উদয়পুর বৃহস্পতিবার প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে সামিল হন বিজেপির নেতা কর্মী সমর্থকরা।
বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির আহবানে বৃহস্পতিবার গোটা রাজ্যের সাথে উদয়পুরেও গলায় প্ল্যা কার্ড ঝুলিয়ে পশ্চিমবঙ্গের তৃনমূল কংগ্রেস সরকারের কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেন বিজেপির কর্মী সমর্থকরা।
উদয়পুর সুপার মার্কেটের সামনে গলায় প্ল্যা কার্ড ঝুলিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিন এই প্রতিবাদ কর্মসূচি থেকে পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসের জন্য তৃণমূল সরকারের প্রতি তীব্র নিন্দা , ধিক্কার ও প্রতিবাদ জানানো হয়।
পাশাপাশি পশ্চিমবঙ্গে অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপও দাবি করা হয় এদিন। বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় নেতৃবৃন্দ বলেন দেশের পাঁচটি হচ্ছে একসাথেই বিধানসভা নির্বাচন হয়েছে। আসামে বিজেপি সরকার গঠন করেছে। বিজেপি শাসিত রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের একটি ঘটনাও ঘটেনি বলে দাবি করা হয়।
পশ্চিমবঙ্গের অবিলম্বে নির্বাচন তথ্য সন্ত্রাস বন্ধ করা না হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।