অনলাইন ডেস্ক, ৬ মে।। আর্সেনালের অধিনায়ক পিয়েরে-এমেরিক অউবামেয়াং জানিয়েছেন, ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার পর তিনি চার কেজি ওজন হারিয়েছেন এবং সত্যি, সত্যি শারীরিকভাবে খুব দুর্বল লেগেছিল তার। গত মার্চে আন্তর্জাতিক ম্যাচের সময় এই ভাইরাসে আক্রান্ত হন ৩১ বছর বয়সী গ্যাবানিজ স্ট্রাইকার। গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ইউরোপা লিগের শেষ চারের প্রথম লেগে বদলি হিসেবে মাঠে নামতে দেখা গেছে অউবামেয়াংকে।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘এই অসুস্থতা ছিল আমার জন্য খুবই বাজে মুহূর্ত। কারণ এটা খুবই কঠিন ছিল। আমার খুব খুব খারাপ লাগত।’২৫ মার্চ আফ্রিকা কাপ আব নেশনসের বাছাইপর্বে গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর বিপক্ষে গ্যাবনের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেন অউবামেয়াং। ০৩ এপ্রিল লিভারপুলের বিপক্ষে আর্সেনালের ঘরের ম্যাচে অসুস্থবোধ করার কথা জানান এই ফরোয়ার্ড।
এরপর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় ম্যালেরিয়া ধরা পড়ে। সেই দুঃসহ সময়ের অবস্থা জানিয়ে অউবামেয়াং বলেন, ‘আমি তিন দিন হাসপাতালে ছিলাম। আমার খুব খুব খারাপ লাগছিল। মনে হয় চার কেজি ওজন হারিয়েছি। এটা খুব খারাপ সময় ছিল এবং আমার মনে হয়, আমার এই হাল দেখে আমার পরিবার ভয় পেয়েছিল।’