লা লিগার শেষ গুরুত্বপূর্ণ চারটি ম্যাচের আগে নিজেদের মধ্যে বন্ধন ‘আরও দৃঢ় করতে’ মেসি বাড়িতে পার্টির আয়োজন করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। মার্কা জানিয়েছে, পার্টির আয়োজন গোপনেই করতে চেয়েছিলেন মেসি। কিন্তু তার বাড়িতে সতীর্থদের আসার একটি ছবি ফাঁস হওয়ায় ঝামেলায় পড়তে হচ্ছে তাকে। বিষয়টি শুধু লা লিগা কর্তৃপক্ষই নয়, নজরে এসেছে কাতালান সরকারেরও। মঙ্গলবার থেকেই এ বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। স্থানীয় সরকারের ভাইস-প্রেসিডেন্ট পেরে আরাগোনেস বলেছেন, ‘তদন্ত চলছে।
প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে। কেবল প্রতিবন্ধকতাগুলো মেনে চলার জন্য নয়ই। জনসাধারণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে আরও কঠোরতার সঙ্গে করতে চাই যেন এটা উদাহরণ হিসেবে কাজ করে।’ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে নিয়ম অনুযায়ী কারো বাড়িতে সর্বোচ্চ ছয় জন বহিরাগত আসতে পারবে। যা বহাল থাকার কথা আগামী ৯ মে পর্যন্ত। মেসির বাড়িতে কয়জন ছিলেন, সেটিই তদন্ত করছে কর্তৃপক্ষ। ছয় জনের বেশি উপস্থিত হলে বড় অঙ্কের জরিমানা এমনকি একাধিক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বার্সা অধিনায়ক।