অনলাইন ডেস্ক, ৬ মে।। আইপিএল স্থগিত হওয়ার পর অনেক বিদেশি ক্রিকেটার এরই মধ্যে নিজ দেশে ফিরেছেন। কিন্তু ব্যতিক্রম অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। অনেক চেষ্টার পরও অস্ট্রেলিয়ায় ঢোকার অনুমতি মিলেনি তাদের। তাই আপাতত মালদ্বীপেই থাকতে হবে ভারতের আইপিএলে যোগ দেওয়া দেশটির কোচ, ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল, ধারাভাষ্যকারদের।
এক যৌথ বিবৃতিতে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন।বিবৃতিতে জানানো হয়, ভারত থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়াল এবং ধারাভাষ্যকাররা সুরক্ষিত ভাবে মালদ্বীপে চলে গেছেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়ানরা মালদ্বীপেই থাকবেন। করোনা সংক্রমণের জেরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এই মুহূর্তে বিমান যোগাযোগ নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া সরকার। এই পরিস্থিতিতে সিএ বা এসিএ-এর পক্ষে ভারত থেকে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের অস্ট্রেলিয়ায় ফেরানোর বিষয়ে সরকারের কাছে তদবির করা হবে না।
এমনটা অবশ্য অনেক আগেই ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেটের দুই সংস্থাই। মাইক হাসিকে অবশ্য ভারতেই থেকে যেতে হয়েছে। কারণ চেন্নাই সুপার কিংস দলের ব্যাটিং কোচ করোনায় আক্রান্ত। সিএ এবং এসিএ-এর পক্ষে জানানো হয়েছে, হাসির দেখভালের দায়িত্ব নিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ। তিনি সুস্থ হওয়ার পর তাকে ফেরত পাঠানো হবে।