ভারতে আইপিএল আয়োজন ছিল মস্ত বড় ভুল: নাসের হুসেইন

অনলাইন ডেস্ক, ০৫ মে।। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন বলেছেন, ভারতে আইপিএল আয়োজন উচিত হয়নি। করোনা সংক্রমণ বাড়ায় মঙ্গলবার হঠাৎ মাঝপথে স্থগিত হয়ে যায় চলতি আইপিএল। জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও করোনার আক্রমণ থেকে রেহায় পায়নি ক্রিকেটার-কোচরা। গত ফেব্রুয়ারি-মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আত্মবিশ্বাসী ছিল, এবারের আইপিএল আয়োজনের ব্যাপারে।

টুর্নামেন্টের ২৯টি ম্যাচও সফলভাবে আয়োজন করে তারা। কিন্তু সেই পথে প্রথম বাধা হয়ে দাঁড়ায় বরুণ চক্রবর্তী ও সন্দ্বীপ ওয়ারিয়রের করোনা পজিটিভ হওয়ার খবর। এরপর একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে ভিন্ন ভিন্ন শিবিরে। গত ২৪ ঘণ্টার মধ্যে আক্রান্তের সংখ্যা ৭ জনে বাড়ায় আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। গত আইপিএলের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতে। সেবার সফলতার মুখও দেখেছিল বিসিসিআই। কিন্তু ঘরে ফেরাতেই তা করোনার মুখে পড়ে স্থগিত হয়ে গেল।

সাবেক ইংলিশ অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার এক মতামতে জানালেন, এবারের আইপিএলও আরব আমিরাতে মঞ্চায়িত করা উচিত ছিল এবং ভারতে আয়োজন ছিল মস্ত বড় ভুল। ডেইলি মেইলের কলামে তিনি লেখেন, ‘আইপিএল স্থগিত করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। অনেক জায়গায় জৈব-সুরক্ষা বলয় ভেঙে পড়েছিল। যথেষ্ট হয়েছে। এটা ক্রিকেটের চেয়েও অনেক বড় বিষয়। খেলোয়াড়রা বোকা-অসংবেদনশীল নয়।

ভারতে যা হচ্ছিল তার ব্যাপারে তারা সম্পূর্ণ অবগত ছিল। তারা টিভিতে দেখত, লোকজন হাসপাতালের বেড ও অক্সিজেনের জন্য আকুতি জানাচ্ছে।’ নাসের হুসেইন আরও লেখেন, ‘তারা দেখত, এই সংকটের সময় ক্রিকেট গ্রাউন্ডের বাইরে অব্যবহৃত অ্যাম্বুলেন্স অপেক্ষায় পড়ে রয়েছে এবং খেলা চালিয়ে যাওয়া ঠিক কিনা তা ভেবেছিল তারা। এতে তাদের অস্বস্তি হতো। প্রথম ভুল হলো, এই টুর্নামেন্ট ভারতে আয়োজন করা। ছয় মাস আগে সংযুক্ত আরব আমিরাতে চমৎকারভাবে আইপিএল হয়েছে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?