প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে ২-১ গোলে জয় নিয়ে ফিরেছিল দলটি। দুই লেগ মিলে তাই ৪-১ গোলের অগ্রগামীতায় ফাইনালের মঞ্চে সিটি। সিটির মাঠ ইতিহাদে এদিন বেশ তুষার পাত হয়েছে। বৃষ্টিও নামে এক পর্যায়ে। তাই স্বাভাবিক ছন্দ কিছুটা বিঘ্ন হয়। ইনজুরির কারণে কিলিয়ান এমবাপ্পেকে পায়নি পিএসজি। যার অভাব ম্যাচজুড়েই টের পেয়েছে দলটি। এর মধ্যে আবার অ্যাঙ্গেল ডি মারিয়া লাল কার্ড দেখেন ম্যাচের ৬৯ মিনিটে।
আর নেইমার পেলেন না জালের দেখা। বিপরীতে দুর্দান্ত খেলা সিটি রিয়াদ মাহরেজের জোড়া গোল মাতল উৎসবে। ১১ ও ৬৩ মিনিটে গোল দুটি করেন মাহরেজ। এখন ২৯ মে ইস্তানবুলের ফাইনালের জন্য অপেক্ষা। যেখানে সিটি প্রতিপক্ষ হিসেবে পাবে রিয়াল মাদ্রিদ অথবা চেলসিকে।