আক্রান্ত দলীয় সমর্থকদের দেখতে যুব মোর্চার প্রতিনিধিদের তেলিয়ামুড়া সফর

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৪ মে।। তেলিয়ামুড়ায় সোমবারের রাজনৈতিক হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে পারদ ক্রমশ ঊর্ধ্বগামী হচ্ছে। যুব মোর্চার এক প্রতিনিধি দল মঙ্গলবার তেলিয়ামুড়া সফর করেছেন।সোমবার তেলিয়ামুড়া শহরে রাজনৈতিক সংঘর্ষের জের ধরে তেলিয়ামুড়া থানায় তিনটি মামলা হয় ।যদিও এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তারের কোন খবর নেই।

মঙ্গলবার বিকাল ৪ টা নাগাদ বিজেপি যুব মোর্চা রাজ্য কমিটির এক প্রতিনিধি দল তেলিয়ামুড়ায় আসেন। প্রতিনিধি দলে ছিলেন বিজেপি যুব মোর্চা রাজ্য কমিটির সহ-সভাপতি ভিকি প্রসাদ, যুব মোর্চা খোয়াই জেলা প্রভারি সৌমিত্র গোপ, যুব মোর্চা তেলিয়ামুড়া মন্ডল সভাপতি কিংকর দেবনাথ, যুব মোর্চা খোয়াই জেলা সভাপতি মানিক দেবনাথ। যুব মোর্চা রাজ্য কমিটির সহ-সভাপতি ভিকি প্রসাদের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে স্বরুপ রায়ের বাড়িতে যায়।স্বরুপ রায় সোমবার দুষ্কৃতীদের দ্বারা আহত হয়েছিল।

পরে এই প্রতিনিধি দলটি যায় আহত সাংবাদিক রাহুল দাসের বাড়িতে। কারণ রাহুল দাসও দুষ্কৃতীদের দ্বারা আহত হয়েছিল। এই প্রতিনিধি দলটি আহতদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নেন। পরিশেষে প্রতিনিধি দলটি তেলিয়ামুড়া থানার ওসি নারুগোপাল দেবের সাথে মিলিত হয়ে সোমবারের ঘটনার সম্পর্কে খোঁজ খবর নেন এবং দোষীদের অতিসত্বর গ্রেফতারের দাবি জানান। যুব মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি ভিকি প্রসাদ বলেন সোমবার কংগ্রেস ও সিপিআইএম দুষ্কৃতীরা যুব মোর্চার কর্মী এবং সাংবাদিকের উপর আক্রমণ করে।

এই ঘটনার প্রসঙ্গ নিয়ে তিনটি মামলা হয় তেলিয়ামুড়া থানায়। তিনি এও জানান,আইন আমরা হাতে তুলে নেবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব। সুস্থ ও শান্তির পরিবেশ বজায় রাখার জন্য যুব মোর্চার কর্মীরা ময়দানে থেকে কাজ করে যাবে বলে তিনি জানিয়েছেন। রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?