শোনা যাচ্ছে- এবার ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের জন্য লাদাখে যাবেন আমির খান। তবে পর্দায় লাদাখের সিকোয়েন্স খুব বেশিক্ষণের জন্য না হলেও এখানে ৪৫ দিনের শুটিং শিডিউল ঠিক করেছেন মিস্টার পারফেকশনিস্ট। এখানেই শেষ নয়, ছবিতে আমিরের সহশিল্পী হিসেবে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী তারকা নাগা চৈতন্যকে। শুরুতে দক্ষিণের আরেক তারকা বিজয় সেতুপতির এই ছবিতে কাজ করার কথা থাকলেও ক্রিয়েটিভ ডিফারেন্সের কারণে নিজেকে এই ছবি থেকে সরিয়ে নেন তিনি।
পরবর্তী সময়ে তার জায়গাতেই আসেন নাগা চৈতন্য। আদভেদ চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ। এতে আমির খানের সহশিল্পী হিসেবে দেখা যাবে কারিনা কাপুর খানকে।