স্বাভাবিক হয়নি তেলিয়ামুড়া, বিরাজ করছে থমথমে পরিস্থিতি

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৪ মে।। তেলিয়ামুড়ায় পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সর্বত্র থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চললেও কখন কোথায় কি ঘটনা ঘটে যায় তা কেউই নিশ্চিত ভাবে বলতে পারছেন না।সোমবার তেলিয়ামুড়া শহরে রাজনৈতিক সংঘর্ষে দিনভর ছিল উত্তপ্ত পরিস্থিতি।

কিন্তু দুপুর -বিকাল গড়িয়ে রাত্রি হলেও দুষ্কৃতীদের সন্ত্রাস থামেনি। সোমবার রাতের কোনো এক সময় দুস্কৃতিকারীরা তেলিয়ামুড়া শহরের বেশ কয়েকটি দোকান এবং শহরের পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এতে ব্যবসায়ীরা যেরকম ক্ষতিগ্রস্ত হয় ,তেমনি কিছু কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। এগুলো তেলিয়ামুড়া থানার নজরেও নেওয়া হয়। কিন্তু তেলিয়ামুড়া থানার পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে ব্যর্থ। এহেন পরিস্থিতিতে এক অজানা আতঙ্ক বিরাজ করছে গোটা তেলিয়ামুড়া শহর ও শহরতলী এলাকায় ।

এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে এক দোকান মালিক জানান ক্যাশ বাক্স থেকে আনুমানিক প্রায় ৫০,০০০ টাকা গায়েব গায়েব হয়ে গেছে। তার দোকানের বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধ সহ দোকানের অন্যান্য সামগ্রী সবকিছু মিলিয়ে প্রায় এক থেকে দেড় লক্ষাধিক টাকার জিনিসপত্র রাতের অন্ধকারে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতকারীরা।তেলিয়ামুড়ায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পুলিশ ও প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় শান্তিকামী জনগণ অনুরোধ জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?