পশ্চিম ত্রিপুরা জেলার পুর ও নগর এলাকায় করোনা নাইট কার্ফুতে কঠোর হল পুলিশ প্রশাসন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ মে।। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে মুখ্যসচিবের আদেশে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার সি আর পি সি ১৪৪ ধারায় আগরতলা পুর নিগম, রাণীরবাজার পুর পরিষদ, মোহনপুর পুর পরিষদ ও জিরানীয়া নগর পঞ্চায়েত এলাকায় আজ ৪ মে সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত করোনা নাইট কার্ফু জারি করেছেন।

এই আদেশ আগামী ৩১ মে পর্যন্ত কার্যকর থাকবে। এই আদেশে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত জমায়েত, ব্যক্তিগত চলাফেরা, যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। করোনা নাইট কার্ফু চলাকালীন সময়ে দোকান, অফিস, বিয়েবাড়ি, রেস্টুরেন্ট, সিনেমা হল, জিমন্যাসিয়াম, সুইমিং পুল, বিনোদনমূলক পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, মিলনায়তন খোলা রাখা যাবে না।

নাইট কার্ফু চলাকালীন সময়ে জেলার আগরতলা পুর নিগম সহ অন্যান্য পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকায় সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদনমূলক অনুষ্ঠান, শিক্ষা সংস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, উৎসব, ধর্মীয় অনুষ্ঠান বা অন্যান্য জমায়েত করা যাবে না। এই আদেশে বলা হয়েছে। হাসপাতাল, ফার্মেসী, প্যাথলজিক্যাল, রেডিওলজিক্যাল ল্যাবরেটরী নাইট কার্ফুর বাইরে থাকবে। আইন শৃঙ্খলা রক্ষার কাজে মিলিটারি, প্যারা মিলিটারি ফোর্স এবং রাজ্য পুলিশের কর্মীদের চলাচলের ক্ষেত্রে নাইট কার্ফু প্রযোজ্য হবে না।

সংবাদ সংগ্রহের কাজে নিযুক্ত বৈধ পরিচয়পত্র থাকা সংবাদকর্মী, চিকিৎসা প্রয়োজন এমন রোগীর ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবা, সাধারণ প্রশাসন, অগ্নি নির্বাপন ও আপতকালীন পরিষেবা, সংশোধনাগার, বিদ্যুৎ এবং পানীয়জল সরবরাহ প্রভৃতির মতো অত্যাবশ্যকীয় পরিষেবার কাজে যুক্ত বৈধ পরিচয়পত্র রয়েছে এমন সরকারি কর্মচারী, পুর নিগমের যানবাহন ও কর্মীদের চলাচল।

পেট্রোপন্য সহ সামগ্রীর পরিবহণ, কার্গোর লোডিং ও আনলোডিং, শিল্প প্রতিষ্ঠানের কাজে বিভিন্ন শিফটে যুক্ত ব্যক্তিগণ, বাস, ট্রেন ও বিমান থেকে নামার পর যার যার গন্তব্যে ফিরে যাওয়া যাত্রীগণ, বিয়ের হল বা নিজ বাড়িতে রাত ১০টা পর্যন্ত সর্বোচ্চ ৫০ জন অতিথি নিয়ে বিবাহ অনুষ্ঠান এই আদেশের বাইরে থাকবে।

জেলাশাসক আদেশে জানিয়েছেন, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?