স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ মে।। এক বিধবা মহিলাকে কু-প্রস্তাব। এরপর টাকা দিয়ে প্রলোভন দেখানোর চেষ্টা। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে শ্লীলতাহানীর অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে বাধারঘাট মাতৃপল্লী এলাকা।
মহিলার চিৎকারে পালিয়ে যায় অভিযুক্ত বৃদ্ধ বিমল দেব । ছুটে আসে এলাকাবাসী। অবশেষে আমতলি থানায় মামলা দায়ের বিধবা মহিলার। অভিযোগ মুলে গ্রেপ্তার বিমল দেব । এলাকাবাসী এই বৃদ্ধের আচরণে মারাত্মক ক্ষুব্ধ। দীর্ঘ দিন যাবৎ এলাকার মহিলাদের সাথে এই ধরনের ব্যবহার করে আসছে বলে অভিযোগ।
অভিযুক্ত বিমল দেবের যন্ত্রণায় এলাকার মহিলারা আতঙ্কিত থাকেন। অবশেষে তাদের ধৈর্যের বাঁধ ভাঙ্গে এদিন । এলাকাবাসী একত্রিত হয়ে নির্যাতিতা বিধবা মহিলাকে নিয়ে থানার দারস্থ হয়। তাদের দাবি এই ঘটনায় বিমল দেবের শাস্তি হোক। এদিকে জানা যায় বাধারঘাট মাতৃ পল্লী এলাকায় বসবাসরত এক বিধবা মহিলার বাড়িতে প্রবেশ করে বিমল দেব।
একাকিত্বের সুযোগে একই এলাকার বাসিন্দা অভিযুক্ত বিমল দেব প্রথমে ৫০০ টাকা দিতে চায়। কিন্তু বিধবা মহিলা সেই টাকা নিতে অস্বীকার করায় অভিযুক্ত বিমল দেব মহিলার সাথে জোরজবস্তি শুরু করে । এমনকি গায়ের ওড়না ছিড়ে ফেলে। পরবর্তী সময়ে বিধবা মহিলার চিৎকারে এলাকাবাসীরা ছুটে এলে অভিযুক্ত বিমল দেব পালিয়ে যায়।
পরে আমতলী থানায় খবর দিলে পুলিশ ছুটে এসে অভিযুক্ত বিমল দেব-কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বাধারঘাট মাতৃ পল্লী এলাকাবাসীরা থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করেন। অভিযুক্ত বিমল দেব এর আগেও অনেকের সাথে এরকম কাজ করতে গিয়ে ধরা পড়ে বলে অভিযোগ।