সমান ম্যাচে পাঞ্জাবের এটি পঞ্চম হার। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ছয়ে।আসর জুড়েই দুর্দান্ত খেলছেন ধাওয়ান। এদিনের ইনিংসে ৮ ম্যাচে ৩৮০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে গেলেন তিনি। দুইয়ে নেমে গেলে পাঞ্জাব কিংসের লোকেশ রাহুল (৭ ম্যাচে ৩৩১)।এদিন খেলা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় রাহুলকে। জানা গিয়েছে, পাঞ্জাব কিংসের অধিনায়কের অস্ত্রোপচার করা হবে।
অর্থাৎ আগামী কয়েকটি ম্যাচে তিনি অনিশ্চিত।যদিও তার বদলে অধিনায়কত্ব করা মায়াঙ্ক এদিন চাপে ভোগেননি। ৮টি চার ও ৪টি ছয়ে সাজান নিজের ইনিংস। তার বিস্ফোরক ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান তুলে পাঞ্জাব।মায়াঙ্ক নজর কাড়লে বল হাতে বাইশ গজে আগুন ঝরান দিল্লির প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। ৩৬ রানে নেন ৩ উইকেট। যার মধ্যে রয়েছে ক্রিস গেইলের উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেন আবেশ খান ও অক্ষর প্যাটেল। পরে ধাওয়ানের ব্যাটে দিল্লি তুলে নেয় জয়। পৃথ্বি শ ২২ বলে ৩৯, স্টিভেন স্মিথ ২২ বলে ২৪ রান করেন। ম্যাচসেরা হয়েছেন মায়াঙ্ক আগারওয়াল।