এখন ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সাময়িকভাবে নয় পাকাপাকিভাবে বন্ধ করা হয়েছে অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট। নির্বাচনে বিজেপির হারের পর একাধিক টুইট ভেসে উঠেছিল কঙ্গনার দেওয়ালে। প্রত্যেকটি টুইট যে তার পছন্দের দলকে সমর্থন করে লেখা, তা আর বলার অপেক্ষা রাখে না। নির্দিষ্ট একটি টুইটে পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন অভিনেত্রী। এমনকি বাংলাদেশি ও রোহিঙ্গা বলে উল্লেখ করেন মুসলমানদের।
তার দাবি, যে সব জায়গায় বিজেপি জয়ী হয়েছে, সেখানে কোনো রকম সহিংসতা দেখা যায়নি। আর পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পরেই শুরু হয়েছে হত্যালীলা। ‘বেঙ্গল ইজ বার্নিং’ জাতীয় হ্যাশটাগও ব্যবহার করেছিলেন অভিনেত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে পিছপা হননি কঙ্গনা। তাকে রাবণের সঙ্গে তুলনা করেও টুইট করেন। লিখেছিলেন, ‘খলনায়ক হতে গেলে পরাক্রমী রাবণের মতো হন। ঠিক যেমন মমতা দিদি।’ এতদিন যে কোনো বিষয়েই নিজের মতামত টুইটে তুলে ধরতেন তিনবার জাতীয় পুরস্কার-জয়ী নায়িকা। তার লাগামহীন মন্তব্য নিয়ে প্রায়ই তৈরি হয় বিতর্ক। মামলারও ঘটনা ঘটেছে কয়েকবার।