সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে কাচিন রাজ্যসহ দেশটির অন্যান্য অঞ্চলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের মধ্যে এই প্রথম কোনো হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনা ঘটলো। সেনা অভ্যুত্থানের পর ছড়িয়ে পড়া সহিংসতায় নিরাপত্তা বাহিনী কমপক্ষে ৭৬৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানা গেছে। একই সময়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের সংঘাত বেড়েছে।
জাতিসংঘ জানিয়েছে, সীমান্তবর্তী বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় হাজার হাজার বেসামরিক নাগরিক বাড়িঘর ছেড়ে পালিয়েছে। কাচিন ইনডিপেন্ডেন্স আর্মি বলেছে, কাচিনের মোমাউক শহরের কাছের গ্রামে কয়েক দিনের বিমান হামলার পর সকালে (সোমবার) ওই হেলিকপ্টার ভূপাতিত করা হয়। বিদ্রোহীদের মুখপাত্র নাউ বু টেলিফোনে বলেন, ‘সকাল ৮টা কিংবা ৯টার দিকে সামরিক কাউন্সিল ওই এলাকায় যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ব্যবহার করে হামলা হামলা চালায়, জবাবে আমরা এটা ভূপাতিত করি।’
মিজ্জিমা ডেইলি এবং কাচিনওয়েভস ছবিসহ হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিবেদন প্রকাশ করেছে। ছবিতে দেখা যায় গাছের আড়ালে মাটি কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উড়ছে। এছাড়া হেলিকপ্টার ভূপাতিত করার মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।