তার নেই, যুক্তি তুলে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব নয় বলছে নিগমকর্মীরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ মে।। বিদ্যুৎ পরিবাহী তার নেই৷ একারণে সংযোগ দেয়া সম্ভব নয়৷ দুর্জয়নগরস্থিত নিগমের শাখা অফিস থেকে আবেদনকারীদের সাফ এই কথা বলে দেয়া হচ্ছে৷ এলাকার বহু ভোক্তা নতুন বিদ্যুৎ সংযোগ দেবার জন্য শাখা অফিসে অনেক দিন আগেই আবেদন করে রেখেছেন৷

আবেদনকারী ভোক্তারা দু’দিন বাদে বাদেই শাখা অফিসে ধর্না দিচ্ছেন, কবে সংযোগ দেওয়া  হবে৷ মাস পেরিয়ে গেলেও আজ পর্যন্ত একটি নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি৷ স্বাভাবিকভাবেই হয়রানির শিকার হচ্ছেন আবেদনকারীরা৷ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে যোগাযোগ করলে সূত্রে জানা যায়, বিদ্যুৎ পরিবাহী তার না থাকার ফলে দুর্জয়নগর শাখা অফিসের পক্ষে নতুন করে কোন কানেকশন দেয়া সম্ভব হচ্ছে না৷

এই পরিস্থিতির জন্য ঊধর্বতন কর্তৃপক্ষই দায়ি বলে খবর৷ শুধু দুর্জয়নগর শাখা অফিসেই নয়, অন্যান্য আরো শাখা অফিসের পক্ষেও একই কারণে নতুন কানেকশন দিতে পারছে না৷ বিদ্যুৎ পরিবাহী তার স্টোরে শূন্যের কোঠায় গিয়ে ঠেকেছে৷ আর এই অবস্থা আগে থেকেই নিগমের আধিকারিক কর্মীরা আঁচ করতে পেরেছিলেন৷

বিদ্যুৎ পরিবাহী তার স্টোরে মজুদ করবার জন্য ঊধর্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও দ্রুততার সঙ্গে এনিয়ে কোন তৎপরতা দেখাননি৷ বিদ্যুৎ পরিবাহী তারের সংকট একারণেই দেখা দিয়েছে৷ দুর্জয়নগর শাখা অফিসে গিয়ে আবেদনকারীরা নিত্য হয়রানি হচ্ছেন৷ স্বাভাবিকভাবেই তাদের মধ্যে বাড়ছে ক্ষোভ৷

অভিযোগ, শাখা অফিস থেকে নতুন কানেকশন দেয়া সম্ভব নয় বলে জানানোর পাশাপাশি অস্থায়ী কাকেনশন নিতে বলা হচ্ছে৷ আর এজন্য প্রতিদিন দিতে হবে ৬০ টাকা৷ যদিও অস্থায়ী কানেকশন দেয়া হয় সাধারণত পুজো বা কোন অনুষ্ঠান হলে৷

এলাকাবাসীর প্রশ্ণ তার না থাকার জন্য সেখানে নতুন কানেকশন দেয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হচ্ছে সেখানে অস্থায়ী কানেকশন নিতে বলা হচেছ কি ভাবে৷ কারণ, শাখা অফিস থেকেই তো জানিয়ে দেয়া হচ্ছে তার নেই৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?