স্টাফ রিপোর্টার, অমরপুর, ৪ মে।। কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে অমরপুর মহকুমার বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেল নাগাদ আছড়ে পড়ে কালবৈশাখীর ঝড়। গাছ ভেঙ্গে ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যান চলাচল বিঘ্নিত হয় দীর্ঘক্ষণ। মঙ্গলবার অমরপুর গোটা মহকুমা জুড়ে প্রবল বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাহত জনজীবন।
প্রবল বৃষ্টিপাত হওয়াতে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসলেও কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জনজীবন। মঙ্গলবার দুপুরে প্রবল বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে অমরপুর উদয়পুর সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে ব্যাহত হয় যান চলাচল। কয়েক ঘণ্টা ব্যবধানে অবরুদ্ধ হয়ে থাকা রাস্তার দুই ধারে প্রচুর সংখ্যক গাড়ি ও যাত্রী আটকে পড়েন। খবর দেওয়া হয় প্রশাসনকে। ঘটনাস্থলে প্রশাসন পৌঁছাতে দেরি হলে ক্ষুব্দ হয়ে যায় সাধারণ যাত্রীরা । পরে বিদ্যুৎ কর্মী ও বনকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় স্বাভাবিক হয় যান চলাচল।
আটকে পড়া যাত্রীদের মধ্যে অনেকেই আগরতলায় আসার জন্য গাড়িতে ওঠেন। আগরতলা শহর এলাকায় সন্ধ্যা ছয়টা থেকে কার্ফু বলবৎ হয়। প্রশাসনিক ঘড়ি মসজিদে ওইসব আটকে পড়া যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কালবৈশাখীর ঝড়ে বেশ কিছুসংখ্যক ঘরবাড়ি ভূপাতিত হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা ওই এলাকায় সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণের উদ্যোগ গ্রহণ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য প্রদানের দাবি উঠেছে।