স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ মে।। রাজ্যে করোনা অতিমারি মোকাবেলায় রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জনগণ যাতে মাস্ক ব্যবহার করেন এবং সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রাখেন তা সুনিশ্চিত করার জন্য ‘দ্য এপিডেমিক ডিজিজ কোভিড- ১৯ রেগুলেশনস, ২০২০’র আওতায় বিধি অমান্যকারীদের জরিমানা করার জন্য জেলাশাসকদের বলা হয়েছে। সে অনুযায়ী জেলা পুলিশকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসন কোভিড বিধি অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
গত সপ্তাহের (২৬-০৪-২০২১ থেকে ০১-০৫-২০২১) মাস্ক এনফোর্সমেন্ট ডে-তে জেলা ও পুলিশ প্রশাসন করোনা নির্দেশিকা অমান্য করায় ২,১৭৯ জনের কাছ থেকে ৪ লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে। চলতি বছরের এপ্রিল মাসে জেলা ও পুলিশ প্রশাসন থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য জুড়ে জনগণকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যাপক প্রচারাভিযান চালানো হয়।
এপ্রিল মাসে মাস্ক এনফোর্সমেন্ট দিনগুলিতে জেলা ও পুলিশ প্রশাসন থেকে ৭,১০০ জনের কাছ থেকে ১৩ লক্ষ ৬৯ হাজার ৮২০ টাকা জরিমানা আদায় করেছে। করোনা বিধিনিষেধ লঙ্ঘন করায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৪৯০ জনকে জরিমানা করা হয়েছে।
জরিমানা বাবদ এখন পর্যন্ত সংগৃহীত হয়েছে ৯৩ লক্ষ ৮ হাজার ৫৫০ টাকা। মুখ্য সচিবের অফিস থেকে আজ এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।