রবিবারই অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ম্যাচ হয়েছে। ডিডিসিএর এক কর্তা জানিয়েছেন, ‘দিল্লি ও ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাঁচজন মাঠকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তারা রবিবার রাজস্থান বনাম হায়দরাবাদের আইপিএল ম্যাচে মাঠে কাজও করেছিলেন। যেহেতু তাদের মাঠেই ডিউটি ছিল, তাই তারা যদি ক্রিকেটার এবং টিমের কোনো স্টাফের সংস্পর্শে এসে থাকেন, তাহলে তাদেরও করোনা হওয়ার সম্ভাবনা রয়েছে।’
যে পাঁচ জন মাঠকর্মী করোনা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে প্রায় ৫০-৬০ জন সেদিন ডিউটিতে ছিলেন। তাই সকল কর্মীদের করোনা পরীক্ষা করা হয়েছে। ডিডিসিএর ওই কর্তা আরো বলেছেন, ‘আমরা আরো রিপোর্টের জন্য অপেক্ষা করছি। সেদিন ডিউটিতে প্রায় ৫০-৬০ জন সদস্য ছিলেন। দু-একদিনের মধ্যে সব রিপোর্ট আসবে। আরো আক্রান্তের খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
এই কঠিন পরিস্থিতে মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচটি হবে কিনা সে নিয়েও সংশয় তৈরি হয়েছে। ৮ মে পর্যন্ত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ রয়েছে। এদিকে চেন্নাই সুপার কিংসের তিন সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়। এ কারণে সোমবার দলটির অনুশীলনও বাতিল করা হয়। তবে সোমবার বিকেলে পুনরায় তাদের পরীক্ষার ফল নেগেটিভ আসে। এই তিন জনের মধ্যে ছিলেন চেন্নাইয়ের বোলিং কোচ লক্ষিপতি বালাজি।