পানিসাগরে জনজাতি জনপদে পানীয় জালের তীব্র সংকট

স্টাফ রিপোর্টার, পানিসাগর, ৪ মে।। দীর্ঘ অনাবৃষ্টিতে জলস্তর অনেক নিচে নেমে গেছে। পাহাড়ি এলাকায় সবগুলো জলের উৎস শুকিয়ে গেছে। ফলে পানীয় জলের সংকট পাহাড়ি এলাকায় চরম আকার ধারণ করেছে। জইতাং এডিসি ভিলেজে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে।বিগত প্রায় পঁচিশ বছর এডিসিতে শাসনক্ষমতায় ছিল সি পি আই এম ।

শাসনক্ষমতায় থাকাকালে উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে পাানীয় জলের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়নি। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় আসলে পাহাড়ি এলাকায়়়় পানীয় জলের সমস্যা সমাধান সহ যাবতীয় সমস্যার সমাধান করা হবে। ক্ষমতায় আসার পর তারা সেই সব প্রতিশ্রু ভুলে গেছেন।

ভোটের বৈতরণী পার হওয়ার জন্যই তারা এসব প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে উপজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী জনগণের অভিমত।উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর ব্লকের আওতাধীন দামছরাএডিসি ভিলেজের জইতাং এলাকায় প্রায় আড়াই শত পরিবারের বসবাস । সেই এলাকায় পানীয় জলের একটাই উৎস রিরিংওয়েল। সেটিও বিকল হয়ে রয়েছে। ফলে এলাকায় পানীয় জলের সংকট চরম আকার ধারণ করেছে।

বিজেপি আইপিএফটি জোট সরকার উপজাতি অংশের জনগণের পানীয় জলের ব্যবস্থা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন গিরিবাসীরা।ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় ক্ষমতাসীন হয়েছে তিপ্রা মাথা ।জনজাতিরা তাদেরকে গনতান্ত্রিক উপায় জানা পরিষদ এলাকায় ক্ষমতাসীন করেছেন। এখন দেখার বিষয় উপজাতি কল্যাণে কতটুকু দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?