মিয়ানমারে পার্সেল বোম বিস্ফোরণে এমপিসহ নিহত ৫

অনলাইন ডেস্ক, ০৪ মে।। মিয়ানমারে পার্সেল বোমা বিস্ফোরণে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এক আইনপ্রণেতা ও তিন পুলিশসহ পাঁচজন নিহত হয়েছেন। সামরিক শাসনের বিরোধিতা করে তারা দেশটির নাগরিক অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ১ ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানে নোবেলজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। গ্রেপ্তার করা হয় সু চিসহ তার দলের নেতাদের। এরপর থেকে অবৈধভাবে ক্ষমতায় বসা সামরিক জান্তাদের বিরুদ্ধে আন্দোলনে নামে মিয়ানমারের সাধারণ জনগণ। এরই মধ্যে দেশটির আবাসিক এলাকায় এবং মাঝেমধ্যে সামরিক সুবিধাপ্রাপ্ত বা সরকারি অফিস লক্ষ্যবস্তু করে ছোট ছোট বিস্ফোরণ ক্রমাগত বাড়ছে।

সর্বশেষ বিস্ফোরণ হয়েছে পশ্চিম বাগোর মিয়ানমারের দক্ষিণ মধ্য অংশের একটি গ্রামে। সোমবার সন্ধ্যা ৫টার দিয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় এক বাসিন্দার বরাতে খবরটি জানায় মিয়ানমারের নাও নিউজ পোর্টাল। প্রতিবেদনে জানানো হয়, গ্রামের এক বাড়িতে কমপক্ষে একটি পার্সেল বোমা বিস্ফোরণে মারা যান সু চির দল ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসি (এনএলডি) এর আঞ্চলিক এক আইনপ্রণেতা, তিন পুলিশ অফিসার ও এক স্থানীয় বাসিন্দা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?